Skip to main content

Posts

Featured

সূর্যের আলো তখন কমলা হয়ে গেছে। চারিদিকে পাখিদের কলতানে বোঝা যাচ্ছে আবার একটা সন্ধ্যা নেমে আসছে পৃথিবীর বুকে। পথচলতি মানুষজনের ঘরে ফেরার তাড়া যেন একটু বেশিই। এই সময় কাস্পিয়ান সাগরের বুকে একটি নৌকা জলে নামল। আরোহী একজন যুবক ও তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী। লক্ষ্য নৌকায় পাড়ি দেওয়া জার্মানির উদ্দেশ্যে। যারা ইউরোপের ভূগোল জানেন তারা বুঝতে পারবেন কতটা বিপদসংকুল হতে পারত তাদের এই যাত্রা। তবুও দুজনেই নাছোড়বান্দা। বিশেষত ওই যুবক। যাত্রা শুরুর কিছুক্ষনের মধ্যেই খারাপ আবহাওয়া দেখা দিল। সেইদিনই সলিল সমাধি হয়ে যেত দুজনের যদি না রাশিয়ান বর্ডার পুলিশ তাদের উদ্ধার করত। জানতে ইচ্ছা করছে ওই যুবকটি কে !!! ... তিনি হলেন জর্জ গ্যামো। যার সন্মধে লিখতে বসলে একটা গোটা উপন্যাস লেখা যায়। George Antonovich Gamow বা সংক্ষেপে জর্জ গ্যামো একজন রাশিয়ান-আমেরিকা ন পদার্থবিদ। জর্জ গ্যামোর মতন কাজের ব্যাপ্তি খুব কম পদর্থবিদেরই আছে। B.Sc তে আমাদের সকলের পড়া liquid drop model থেকে সুরু করে Big Bang Theory বা cosmology তে তাঁর বিরাট অবদান। অনু পরমাণুর ক্ষুদ্রাতিক্ষুদ ্র দুনিয়া থেকে শুরু করে অসীম অনন্ত মহাকাশের অজানা দুনিয়ায়

Latest posts

Yuri Gagarin☺

Why the sky show dark in night.

Celebrate 30 years of Habol Telescope

History of Sirajganj District